বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি::বটিয়াঘাটা সরকারি ডিগ্রী মহাবিদ্যালয় ও বটিয়াঘামডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যথাযথ ধর্মীয় মর্যাদা সহকারে বৃহস্পতিবার সকাল ১০ টায় নিজস্ব মিলনায়তনে স্ব স্ব প্রতিষ্টানেে রাসুল (সঃ ) জীবনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা ও নাতে রাসুল প্রতিযোগিতা, মিলাদ এবং দোয়া মোনাজাতের মাধ্যমে সভা সমূহ অনুষ্ঠিত হয়।
কলেজের আলোচনায় অংশ গ্রহন করেন
অধ্যক্ষ অমিতেষ দাশ, অধ্যাপক অবুল কালাম আজাদ, সাবেক অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস, আবু মূসা, মাহবুর রহমান, হাফেজ জাহিদুল ইসলাম।
অন্যদিকে বটিয়াঘাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা করেন প্রধান শিক্ষক মিতা বিশ্বাস, আহসান কবির, সিরাজুর রহমান, নাজনিন আকুন্জি, টিনা মন্ডল, শারমিন সুলতানা মুক্তা, হাফেজ মাহবুর রহমান, হাফেজ জাহিদুর রহমান, খয়বার রহমান প্রমুখ।
Leave a Reply