দাকোপ প্রতিনিধি::বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা শাখার আহবায়ক কমিটি গঠন। আবু সাইদ গাজীকে আহবায়ক ও শহীদ চৌধুরীকে সদস্য সচিব করে ৫১ সদস্য দাকোপ উপজেলা এবং সোহেল সরদারকে আহবায়ক ও সুমন কাজীকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট চালনা পৌরসভা তাঁতদলের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
এ লক্ষ্যে শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় চালনা ডাক বাংলাস্থ দাকোপ উপজেলা বিএনপি কার্যালয়ে খুলনা জেলা তাঁতী দলের আহবায়ক মেহেদী আহছান মিন্টু এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপি আহবায়ক অসিত কুমার সাহা। প্রধান বক্তৃার বক্তৃতা করেন জেলা তাঁতীদলের সদস্য সচিব মাহামুদ আলম লোটাস। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল মান্নান খান, চালনা পৌরসভা বিএনপি আহবায়ক শেখ মোজাফফার হোসেন, সদস্য সচিব আলামিন সানা। অন্যান্যের অতিথির মধ্যে বক্তৃতা করেন জেলা তাঁতী দলের যুগ্ম- আহবায়ক মোঃ নাহিদ খান, সদস্য মোঃ আলমগীর হোসেন, আব্দুল্লাহ আল মামুন, গাজী মনিরুজ্জামান, মোঃ লাচ্চু হোসেন, মোঃ মনির, মোঃ আবু বক্কও, শেখ আসাদুজামান আসাদ, মোঃ আজিজুল হাকিম মোঃ ইছানুর রহমান ঢালী, মোঃ রবিইল ইসলাম , মোঃ রহমত উল্লাহ আকুঞ্জিু, শেখ শহিদুল ইসলাম, মোঃ বাচ্চু ফকির,আশরাফ হোসেন, ফয়সাল শেখ হাফিজ সানা, আব্দুস ছত্তার, শফিকুল মোল্ল্যা, আমিনুল ইসলাম বুলবুল, আ: রাজ্জাক মোল্ল্যা, গাজী তরিকুল ইসলাম তারেক, রবিউল ইসলাম মনা, মিসকাত হাসান, আজিম হাওলাদার, জি এম রুমন, সেলিম হাওলাদার, দেলোয়ার হোসেন,রিফাজ সরদার,মোঃ আবু সাইদ গাজী, শহীদ চৌধুরী, মোঃ সোহেল সরদার, সুমন কাজিসহ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্র দল ও অঙ্গসহযোগী দলের নেবৃবৃন্দ।
Leave a Reply