পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন জাতীয় পার্টীর কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর। তিনি শনিবার সকালে পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এসময় সাংবাদিকদের উদ্দেশ্যে জাপা নেতা মোস্তফা বলেন নির্বাচনী এলাকা পাইকগাছা কয়রা একসময় জাতীয় পার্টির দুর্গ ছিল। এখানকার মানুষ এখনো আলহাজ হুসেইন মোহাম্মদ এরশাদ কে ভালোবাসে। প্রতিটি পাড়ায় মহল্লায় জাতীয় পার্টির কর্মী সমর্থক রয়েছে। আমি এর আগে খুলনা -৬ আসনে ২ বার দলীয় মনোনয়ন পেয়েছি। একবার জন্মস্থান পাইকগাছা থেকে উপজেলা পরিষদ নির্বাচন করে সম্মানজনক ভোট পেয়েছিলাম। দীর্ঘদিন অত্র এলাকার দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নেতাকর্মীদের সাথে নিয়ে নির্বাচনী গণ সংযোগ অব্যাহত রেখেছি। আশা করি মহান আল্লাহ সহায় থাকলে এবারের নির্বাচনেও দলীয় মনোনয়ন পাইবো। এ ব্যাপারে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন জাপা নেতা মোস্তফা কামাল জাহাঙ্গীর। এ সময় দলীয় নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা জাপার সাবেক যুগ্ন-সম্পাদক ও উপজেলা সাবেক সম্পাদক সামছুল হুদা খোকন, লতা ইউনিয়ন জাপার সভাপতি কৃষ্ণ রায়, কপিলমুনি ইউনিয়ন সভাপতি সরদার ফরিদ আহমেদ, গড়ইখালী ইউনিয়ন সভাপতি আশিক মাহমুদ, দেলুটি ইউনিয়ন সভাপতি প্রভাস সরকার, পৌর জাপার সাংগঠনিক সম্পাদক গাজী মুজিবর রহমান, জাপানেতা ওসমান গনি, গদাইপুর ইউনিয়ন সভাপতি মোঃ সোহরাপ গোলদার, সম্পাদক মোবারক ঢালী, হরিঢালী ইউনিয়ন সহ-সভাপতি ইউলাদ গোলদার, আবুল কাশেম, ওয়াজেদ গোলদার, সম্পাদক সাদেক শেখ, যুগ্ন-সম্পাদক মাফিকুল মোড়ল, সাংগঠনিক সম্পাদক তালেব গাজী, পৌর যুবসংহতির আহবায়ক মোঃ আবু সাইদ শেখ, উপজেলা যুবসংহতির, সাবেক সম্পাদক গাজী আব্দুর রহিম, জাপানেতা দেবাশীষ সানা, পলাশ হরি, মোস্তফা গাজী, ছাত্রনেতা খায়রুল ইসলাম ও মিলন কান্তি মন্ডল।
Leave a Reply