1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৩:৪১ অপরাহ্ন

খুলনা জেলার সেরা প্রাথমিক বিদ‍্যালয় মুহাম্মদ নগর ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মনিরুজ্জামান ময়না

  • প্রকাশিত: রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ১০৩ বার পড়া হয়েছে

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি::বটিয়াঘাটা উপজেলার মুহাম্মদ নগর সরকারি প্রাথমিক বিদ‍্যালয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ এর খুলনা জেলার সেরা বিদ‍্যালয় নির্বাচিত হয়েছে ও বিদ‍্যালয়টির প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান ময়না হয়েছেন খুলনা জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক।
প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সভাপতি ও জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন এবং কমিটির সদস্য সচিব ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ অহিদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ‍্য জানানো হয়েছে। শিক্ষা পদকের জন্য বিভিন্ন ক‍্যাটাগরিতে এই সেরা বিদ‍্যালয় ও প্রধান শিক্ষক নির্বাচিত করা হয়। নির্বাচিতরা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ার প্রতিযোগিতায় অংশ নিবেন।
প্রাথমিক শিক্ষা অফিস থেকে জানাযায় জেলার সবচেয়ে বেশি শিক্ষার্থী, শিক্ষার পরিবেশ এবং ফলাফল নিয়ে ২০১২ সাল থেকে প্রতি বছরই বটিয়াঘাটা উপজেলার সেরা বিদ‍্যালয় নির্বাচিত হয়ে আসছে।
মুহাম্মদ নগর সরকারি প্রাথমিক বিদ‍্যালয়। পূর্বে ২০১২, ২০১৭এবং ২০১৯ সালে জেলার শ্রেষ্ঠ বিদ‍্যালয়, নির্বাচিত হয়েছিল।
প্রতিষ্টানটি এই অবস্থানে নিয়ে আসছে প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান ময়না। তিনি হয়েছেন জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষকের মর্যাদা। এ বিষয়ে প্রধান শিক্ষক বলেন এই সফলতা ও কৃতিত্ত্ব বিদ‍্যালয়ের সকল শিক্ষক, অভিভাবক সহ ম‍্যানেজিং কমিটি ও বটিয়াঘাটা উপজেলা শিক্ষা কর্মকর্তা গন। সকলের ঐকান্তিক প্রচেষ্টা আন্তরিক সহযোগিতার সমন্বিত প্রয়সেই উত্তর উত্তর উন্নয়ন সম্ভাব হয়েছে। এ বছর শিক্ষা পদকে শ্রেষ্ঠ বিদ‍্যালয় ও প্রধান শিক্ষক সহ মোট ১৮টি ক‍্যাটাগরিতে শ্রেষ্ঠ ব‍্যাক্তি নির্বাচিত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews