নিজস্ব প্রতিবেদক::রাজধানীতে ভূমিকম্প অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সোমবার (২ অক্টোবর) সন্ধ্যা ৬ টা ৪৭ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ৫.৩ ভূমিকম্প অনুভূত হয়েছে। ভারতের মেঘালয়ের রেসুবেলপাড়া থেকে তিন কিলোমিটার দূরে এর উৎপত্তিস্থল ছিল। বাংলাদেশ, ভারত ছাড়াও নেপাল, ভুটান এবং চীনেও অনুভূত হয়েছে এর কম্পন।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর ভূমিকম্পে কেঁপে ওঠে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকা। রিখটার স্কেলে সেই ভূমিকম্পের মাত্রা ছিল চার দশমিক ২ এবং উৎপত্তিস্থল ছিল টাঙ্গাইল।
Leave a Reply