পাইকগাছা (খুলনা) প্রতিনিধি::খুলনার পাইকগাছায় পানিতে ডুবে নূরজাহান নামে (৪) বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার গদাইপুরের চরমোলাই গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। নিহত শিশুর পিতার নাম নুরু গাজী।
পরিবারিক সুত্রে জানাগেছে, প্রতিদিনের ন্যায় নিহতের মা’ রাফিজা ও নানী আনোয়ারা শ্রমিক হিসেবে কাজে যায়।
এ সুযোগে শিশু নূরজাহা’ন সকাল ৯ টার দিকে বাড়ির পাশ্বে পুকুরের পাঁকা ঘাটে গিয়ে বসেন। ধারনা করা হচ্ছে এক সময় অসাবধানতা বসত পা পিছলে সে পুকুরে ডুবে যায়। স্থানীয় রেজাউল ইসলাম জানান, সকাল ১০ টার দিকে পথচারি এক শিশু নুরজাহানকে পুকুরে ভাসতে দেখে চিৎকার দেয়। এসময় আমরা দৌড়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু ঘোষনা করেন।
Leave a Reply