1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৯:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
চট্রগ্রামের বাঁশখালী থেকে দেশীয় অস্ত্রসহ ১২ ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের আয়োজনে সভা জনগণ দ্রুত সংস্কার চাইলে চলতি বছরের শেষে নির্বাচন-প্রধান উপদেষ্টা নৌবাহিনী পরিচালিত যৌথ অভিযানে খুলনায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক বেনাপোলে কাভার্ডভ্যান তল্লাশি করে ৮৬ লাখ টাকার ভারতীয় অবৈধ পন্য আটক জাঁকজমকপূর্ণ আতিথেয়তার মধ্য দিয়ে দৈনিক বাংলার খবর পত্রিকার বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের তদন্ত রিপোর্ট ফেব্রুয়ারিতে বিদ্যুৎ-জ্বালানি খাতে অতিরিক্ত ৩৬৭ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক কোস্টগার্ডের অভিযানে ২ লাখ ৫০ হাজার ইয়াবা জব্দ রামপালে দিনব্যাপি পুষ্টি বিষয়ক ক্যাম্পেইন ও মেলা অনুষ্ঠিত

পাইকগাছা পৌরবাসি ভূমি অফিসেই দেবে ভূমি উন্নয়ন কর

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ১৪৫ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি::ভূমি উন্নয়ন কর দিতে ভোগান্তি কমে আসলো পাইকগাছা পৌরবাসির। এখন থেকে উপজেলা ভূমি অফিসেই ভূমি উন্নয়ন কর দিতে পারবেন পৌরসভার বাসিন্দারা। বৃহস্পতিবার থেকে এমন ব্যবস্থা গ্রহণ করেছে উপজেলা ভূমি প্রশাসন। কোন ভোগান্তি ছাড়াই ভূমি উন্নয়ন কর দিতে পেরে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন ও পৌরসভার মেয়র সেলিম জাহাঙ্গীর এর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাধারণ মানুষ। উল্লেখ্য ১৯৯৭ সালের পহেলা ফেব্রুয়ারী উপজেলা সদরের আংশিক এলাকা নিয়ে গঠিত হয় জেলার প্রথম পৌরসভা। অর্থাৎ পৌরসভার প্রতিষ্ঠার পর কিছু কিছু সময়ে উপজেলা সদরে পৌর এলাকার ভূমি উন্নয়ন কর আদায় করার ব্যবস্থা থাকলে ও সেটি ছিল সাময়িকের জন্য। উপজেলা সদরে কোন ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে পৌরসভার নাগরিকদের ভূমি উন্নয়ন কর দিতে যেতে হতো উপজেলার রাড়ুলী ইউনিয়ন তফসিল অফিসে। এতে একদিকে যেমন যাতায়াত খরচ সহ অনেক বেশি মূল্যবান সময় অপচয় হতো। পাশাপাশি নানা ধরনের হয়রানি এবং ভোগান্তি হতো পৌরবাসির। বর্তমান উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন ইউএনও হিসেবে অত্র উপজেলায় যোগদান করলে পৌরসভার পক্ষ থেকে সাধারণ মানুষের ভোগান্তির এই বিষয়টি তাকে অবহিত করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় প্রত্যেক বৃহস্পতিবার উপজেলা ভূমি অফিসেই ভূমি উন্নয়ন কর নেওয়ার ব্যবস্থা নিয়েছেন ভূমি প্রশাসন। বিষয়টি মাইকিং করে এলাকায় প্রচার প্রচারণার ব্যবস্থা করে পৌর কতৃপক্ষ। ফলে প্রথম দিনেই ভূমি উন্নয়ন কর দেন অসংখ্য মানুষ। ভোগান্তি ছাড়াই কর দিতে পেরে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন ও পৌরসভার মেয়র সেলিম জাহাঙ্গীর এর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন পৌরবাসি। এমন ব্যবস্থা যেন ভবিষ্যতে স্থায়ী করা হয় এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews