বেনাপোল প্রতিনিধি::যশোরের শার্শায় অস্ত্র, গুলি ও হ্যান্ডকাপ উদ্ধারসহ মনিরুল ইসলাম (৩৬) নামে এক চিহ্নিত সন্ত্রাসীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
রবিবার (০৮ অক্টোবর) বিকেলের দিকে শার্শার জামতলা-বালুন্ডা সড়কের টেংরা মাকড়ার বিল এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ তাকে আটক করা হয়। আটক মনিরুল ইসলাম সাতক্ষীরা সদর রসুলপুর গ্রামের আফতাব সরদারের ছেলে।
ডিবি পুলিশের এস আই রইচ আহমেদ জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যে, শার্শার জামতলা-বালুন্ডা সড়কের মাকড়ার বিল এলাকায় অস্ত্র ও গুলি নিয়ে একজন চিহ্নিত সন্ত্রাসী অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে মনিরুল ইসলামকে আটক করে। এ সময় তার কাছে থাকা একটি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলি, একটি ম্যাগজিন এবং একজোড়া হ্যান্ডকাপ উদ্ধার করা হয়। অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে মামলা দিয়ে তাকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক সন্ত্রাসী মামলা রয়েছে বলে তিনি জানায়।
Leave a Reply