বাগেরহাট প্রতিনিধি::আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে লিফলেট বিতারন করেছে বাগেরহাটে জেলা তাঁতীলীগের নেতৃবৃন্দ। রবিবার দিনভর বাগেরহাট শহরের কোটচত্বর ও বাসস্ট্যান্ডসহ পৌরসভার বিভিন্ন এলাকায় বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্ম বাগেরহাট-২ (সদর) আসনের এমপি শেখ সারহান নাসের তন্ময়ের পক্ষ থেকে বিভিন্ন এলাকার উন্নয়ন ও চলমান উন্নয়ন প্রকল্পের চিত্র তুলে ধরে লিফলেট বিতরন করেন জেলা তাঁতীলীগের সভাপতি তালুকদার আব্দুল বাকী।
বাগেরহাট শহরের দিনভর এই লিফলেট বিতারনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা তাঁতীলীগের সাধারন সম্পাদক ফকির ইফতেখারুল ইসলাম রানা, সদর থানা তাঁতীলীগের সাধারণ সম্পাদক লিটু দাস, পৌর তাঁতীলীগের সভাপতি জাহাঙ্গির হোসেন মিঠু, সাধারণ সম্পাদক আরাফাত মীর, তাঁতীলীগ নেতা সজিব শিকদার, মানিক হাওলাদারসহ নের্তৃবৃন্দ। এসময়ে জেলা তাঁতীলীগের নেতৃবৃন্দ আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে আবারও ক্ষমতায় আনতে সকলের সহযোগিতা কামনা করা হয়।
Leave a Reply