আন্তর্জাতিক ডেস্ক::ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ অব্যাহত রয়েছে। যুদ্ধে হামাসের হামলায় ইসরায়েলে মৃতের সংখ্যা বেড়ে ৩০০ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি মিডিয়া। আর গাজায় ইসরায়েলিদের পাল্টা হামলায় প্রাণ হারিয়েছেন প্রায় ২৫০ ফিলিস্তিনি।
টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, শনিবার (৭ অক্টোবর) রাতে বিপুল সংখ্যক সৈন্য জড়ো করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। বড় যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে তারা।
সংবাদমাধ্যমটি জানায়, সীমান্তের অন্তত ২২টি পয়েন্ট দিয়ে দক্ষিণ ইসরায়েলে ঢুকে পড়ে হামাসের যোদ্ধারা। গাজা সীমান্ত থেকে ১৫ মাইল দূরের শহরেও পৌঁছে যায় তারা। কিছু কিছু জায়গায় কয়েক ঘণ্টা ধরে তাণ্ডব চালিয়েছে হামাস সদস্যরা। ইসরায়েলি বাহিনীর সঙ্গে রাতেও তাদের লড়াই চলছিল।
হামাসের এই হামলায় ইসরায়েলে প্রতি ঘণ্টায় বাড়ছে হতাহতের সংখ্যা। রোববার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩০০ জনে। আহত হয়েছেন অন্তত ১ হাজার ৫৯০ জন। এদের মধ্যে ৩০০ জনের অবস্থা গুরুতর।
এদিকে হামাসের এ হামলার জবাবে গাজা উপত্যকায় পাল্টা বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে প্রাণ হারিয়েছেন অন্তত ২৩২ জন। আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৯৭ জনে। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, রোববার সকালেও দক্ষিণ ইসরায়েলের কিছু অংশে লড়াই চলছিল।
ইসরায়েলি সামরিক বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, পরিস্থিতি এখনো তাদের নিয়ন্ত্রণে আসেনি।
Leave a Reply