নিজস্ব প্রতিনিধি:: শান্তি-শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তা সর্বত্র আমরা শ্লোগানে উজ্জীবিত হয়ে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঝিনাইদহ জেলা সমাবেশ ২০২৩ ঝিনাইদহ শিশু একাডেমি মিলনায়তনে সোমবার বেলা ১১টায় অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী, বিএএম। সমাবেশে প্রধান অতিথি বলেন, দেশের প্রতিটি অঙ্গনে আনসার ও ভিডিপি সদস্যরা স্মার্ট বাংলাদেশ গঠনে ভূমিকা রেখে চলেছেন। বর্তমান সরকার নানা পদক্ষেপে এ বাহিনীকে সুসজ্জিত করেছেন। শুধু পোশাক পরিবর্তন নয়, অন্যান্য বাহিনীর মতোই এই বাহিনীকে আজ মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে এসেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মতো গুরুত্বপূর্ণ বিভিন্ন আয়োজনকে নির্বিঘ্নে সম্পূর্ণ করতে আনসার ও ভিডিপি বাহিনীর সদস্যদের ভূমিকা প্রশংসনীয়।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর এর পরিচালক (অঙ্গীভূতকরণ) মো: আহসান উল্লাহ এর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান এম হারুন অর রশিদ, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মো: ইয়ারুল ইসলাম, সিভিল সার্জন শুভ্রা রানী দেবনাথ, জেলা কমান্ড্যান্ট, মাগুরা চন্দন দেবনাথ, বিভিএম, অতিরিক্ত পুলিশ সুপার, এস এম রাজু আহমেদ। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন জেলা কমান্ড্যান্ট, ঝিনাইদহ মো: সোহাগ হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলার বিভিন্ন কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
সমাবেশ শেষে প্রধান অতিথি প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরুপ আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে বাই সাইকেল, ছাতা, ক্রোকারিজসহ বিভিন্ন ধরনের পুরুস্কার বিতরণ করেন।
সমাবেশের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা কমান্ড্যান্ট, ঝিনাইদহ মো: সোহাগ হোসেন । অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রশিক্ষক মোঃ জসিম উদ্দিন ও উপজেলা প্রশিক্ষিকা সুমাইয়া আকতার।
Leave a Reply