নিজস্ব প্রতিবেদক::ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলি বাহিনীর পাল্টাপাল্টি হামলায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে। এ পর্যন্ত নিহতের সংখ্যা ১৫০০ ছাড়িয়েছে। আহত হয়েছেন ৬ হাজারেরও বেশি মানুষ।
ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয়, ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি ও ইসরাইলি স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষ এসব তথ্য নিশ্চিত করেছে। খবর: আল-জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, হামাস-ইসরায়েলি বাহিনীর পাল্টাপাল্টি হামলায় ৭০৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে গাজায় ৬৮৭ জন ও অধিকৃত পশ্চিম তীরে ১৭ জন। আর আহত হয়েছেন ৩ হাজার ৮০৯ ফিলিস্তিন। আহতের সংখ্যা সবচেয়ে বেশি গাজায়। এখানে কমপক্ষে ৩ হাজার ৮০০ জন আহত হয়েছেন। এছাড়া পশ্চিমতীরে ৯০ ফিলিস্তিনি আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এদিকে হামাসের হামলায় ইসরায়েলের ৮০০ নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছে ২ হাজার ২৪৩ জন।
গত শনিবার সকালে গাজা থেকে ইসরায়েলে হামলা চালায় সশস্ত্র গোষ্ঠী হামাস। কয়েক হাজার রকেট হামলা চালানোর পাশাপাশি ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে নির্বিচার হত্যাকাণ্ড চালান হামাস সদস্যরা। জবাবে গাজায় বিমান থেকে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল।
Leave a Reply