দাকোপ প্রতিনিধি::৩২টি পৌরসভায় পানি সরবরাহ ও মানববর্জ্য ব্যবস্থাপনাসহ এনভায়রণমেন্টাল স্যানিটেশন প্রকল্পের আওতায় চালনা পৌরসভায় সুষ্ঠু বজ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যবিধি ও নিরাপদ পানি পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দাকোপ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আয়োজনে ও চালনা পৌরসভার সহযোগীতায় মঙ্গলবার সকাল ১০ টায় পৌরসভা মিলনায়তনে চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাসের সভাপতিত্বে দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা বিভাগীয় জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের প্রধান নির্বাহী প্রকৌশলী মোঃ আকমল হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, চালনা পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ মশিউর রহমান, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মাহামুদ, চালনা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম আক্কেল, অধ্যক্ষ অসিম কুমার থান্দার, দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ্বাস, সাধারণ সম্পাদক জি এম রেজা, সাবেক সভাপতি শিপন ভূঁইয়া, সাংবাদিক মোঃ মামুনুর রশিদ, শিক্ষক পল্লব বিশ্বাস, পৌর কাউন্সিলর আমোদিনী রায়, হাছিনা বেগম প্রমুখ।
Leave a Reply