1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৮:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
সুন্দরবনে অস্ত্র গুলিসহ জলদস্যু বাহিনীর দুই সহযোগী আটক, দুই জেলে উদ্ধার দাকোপে বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত ৩ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশের ডাক জাতীয় পার্টি কোনো সুবিধাবাদী দল নয়-জিএম কাদের খুলনা জেলা ওয়াকিং গ্রুপ ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের অংশগ্রহণে সভা শরীয়তপুরে কোস্টগার্ডের অভিযানে ২৩ কোটি টাকার অবৈধ জাল জব্দ ডুমুরিয়ায় ‌হনুমানের অত্যাচারে ক্ষতিগ্রস্থ এলাকার আম ও সবজি চাষিরা ভারতে জেল খেটে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি নারী ও পুরুষ সুন্দরবনে অস্ত্র গুলিসহ করিম শরীফ বাহিনীর দুই সহযোগী আটক আমাদের মূল উদ্দেশ্য শিশুদের মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা -প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

ডুমুরিয়ায় গাছ থেকে নারকেল পাড়াকে কেন্দ্র করে দুই মহিলাকে কুপিয়ে জখম

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ১২১ বার পড়া হয়েছে

অরুণ দেবনাথ ,ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি::খুলনার ডুমুরিয়ায় গাছ থেকে নারকেল পাড়াকে কেন্দ্র করে দুই মহিলাকে কুপিয়ে জখম করা হয়েছে। গত ০৮/১০/২৩ ইং তারিখ দুপুরে উপজেলার রাজবাড়ী বরাতিয়া গ্রামে তাদেরকে কুপিয়ে জখম করা হয়। এঘটনায় ৫ জনকে আসামী করে ডুমুরিয়া থানায় একটি এজাহার করা হয়েছে।
উপজেলার আটলিয়া ইউনিয়নে রাজবাড়ী বরাতিয়া গ্রামের আঃ গণি জোয়ার্দারের ছেলে হাফিজুর রহমান প্রাপ্ত এজাহারে উল্লেখ করেন, পাশ্ববর্তী আলমগীর শেখ গংদের সাথে তাদের জমিজমা সংক্রান্ত দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তার‌ই জের ধরে ঘটনার দিন দুপুরে গাছ থেকে নারকেল পাড়াকে কেন্দ্র করে পূর্ব পরিকল্পিতভাবে মাহাবুব রহমান শেখ উথান , মতিয়ার শেখ , আলমগীর হোসেন , আব্দুল লতিফ শেখ , আব্দুল রহিম বিশ্বাসসহ ৩/৪ জন দা, হাতুড়ি ও লাঠিসোটা নিয়ে অতর্কিতভাবে গণি জোয়ার্দারের স্ত্রী কুলসুম বেগম (৬০) উপর হামলা করলে তার মাথা কেটে রক্তাক্ত জখম হয়। এ সময় তার বৌমা খাদিজা বেগম (৩০) ছুটে আসলে তাকেও একই কায়দায় হামলা চালিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করে। এরপর শ্বাশুড়ির অবস্থা আশঙ্কাজনক দেখে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় হাফিজুর রহমান বাদী হয়ে ডুমুরিয়া থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। এব্যপারে হাফিজুর রহমান বলেন , ওরা আমার মা ও স্ত্রীকে কুপিয়ে ক্ষান্ত হয়নি। বর্তমানে বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছে বেশী বাড়াবাড়ি করলে দুজনকে তো কুপিয়েছি। প্রয়োজনে আরও দু’টি লাশ ফেলে দেবো। তাছাড়া তারা দীর্ঘদিন ধরে গায়ের জোরে তাদের চলাচলের রাস্তায় গোয়াল ঘরের ময়লা আর্বজনা ও গোবর ফেলে রাস্তা বন্ধ করে দিয়েছে। একারণে দূর্গন্ধে বাড়িতে বসবাস করা করা যাচ্ছে না। বিবাদী মতিয়ার শেখ , তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই হাফিজুর রহমান বলেন, আমি এখনো ঘটনাস্থলে যায়নি। গিয়ে তদন্ত করে ওসি স্যারকে জানাবো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews