1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৭:২০ অপরাহ্ন
সর্বশেষ :
দাকোপে সরকারী ডিগ্রি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত অবশেষে গাজায় যুদ্ধবিরতি শুরু কাজী নজরুল ইসলামের নাতি বাবুলের মৃত্যু শিগগিরই আয়নাঘর পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দীর্ঘ ৭ বছর পর বাংলাদেশি স্বামী-স্ত্রীকে ফেরত দিল ভারত সদর থানা অন্তর্গত ৩০ নং ওয়ার্ড জাতীয় পার্টির কমিটি গঠন নিরাপদ খুলনা গড়ার প্রত্যয়ে কেএমপির ভবিষ্যৎ পরিকল্পনা বেনাপোলে ৩০ হাজার আমেরিকান ডলার, ভারতীয় ঔষধ, মাদক ও পণ্য আটক ভারত থেকে চাল আমদানির সময় বাড়ল, দুইমাসে ৯ হাজার ৬৬২ মেট্রিক টন চাল আমদানি নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ,নেপালকে হারিয়ে বিশ্বকাপের শুভসূচনা বাংলাদেশের

নড়াইল আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ১৪০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি::শান্তি-শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তা সর্বত্র আমরা শ্লোগানে উজ্জীবিত হয়ে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নড়াইল জেলা সমাবেশ ২০২৩ নড়াইল আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা কার্যালয়ে ১২টায় অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী, বিএএম। সমাবেশে প্রধান অতিথি বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধা ভরে স্মরন করেন স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব সহ আনসার বাহিনীর কর্মকর্তা ও বিভিন্ন পদবীর 630 জন আনসার সদস্যসহ মহান মুক্তিযুদ্ধে সকল শহীদ মুক্তিযোদ্ধাদের। তিনি আরো বলেন, দেশের প্রতিটি অঙ্গনে আনসার ও ভিডিপি সদস্যরা স্মার্ট বাংলাদেশ গঠনে ভূমিকা রেখে চলেছেন। বর্তমান সরকার নানা পদক্ষেপে এ বাহিনীকে সুসজ্জিত করেছেন। শুধু পোশাক পরিবর্তন নয়, অন্যান্য বাহিনীর মতোই এই বাহিনীকে আজ মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে এসেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মতো গুরুত্বপূর্ণ বিভিন্ন আয়োজনকে নির্বিঘ্নে সম্পূর্ণ করতে আনসার ও ভিডিপি বাহিনীর সদস্যদের ভূমিকা প্রশংসনীয়।
জেলা প্রশাসক, নড়াইল মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী এর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর এর পরিচালক (ভিডিপি-প্রশিক্ষণ) মোহাম্মদ আমিন উদ্দিন, সিভিল সার্জন নড়াইল ডাঃ সাজেদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) নড়াইল মোঃ আনোয়ার হোসেন, পানি উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক উজ্জল হোসেন। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন জেলা কমান্ড্যান্ট, নড়াইল বিকাশ চন্দ্র দাশ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলার বিভিন্ন কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

সমাবেশ শেষে প্রধান অতিথি প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরুপ আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে বাই সাইকেল, ছাতাসহ ‍বিভিন্ন ধরনের পুরুস্কার বিতরণ করেন। সমাবেশের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা কমান্ড্যান্ট, নড়াইল বিকাশ চন্দ্র দাশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews