বাগেরহাট প্রতিনিধি::আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে উপকূলীয় মানুষের উন্নয়নে সুনির্দিষ্ট অঙ্গীকার সংযুক্ত করার জন্য ৬দফা দাবিতে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বাগেরহাটে প্রেসক্লাবে জলবায়ু অধিপরামর্শ ফোরাম এর আয়োজনে ও বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর সহযোগিতায় উপকূলের মানুষের ইশতেহার শীর্ষক উপকূল সংলাপ থেকে এই দাবি জানানো হয়। সংলাপে উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট শাহ্ ই আলম বাচ্চু, জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মনোয়ার হোসেন টগর, জেলা জাতীয় পার্টির সভাপতি মো: হাবিবুর রহমান, সাধারন সম্পাদক হাজরা শহিদুল ইসলাম বাবলু, সিপিবির সভাপতি ফখরুল হাসান জুয়েল, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক রবিন্দ্র নাথ প্রমুখ।
জলবায়ু অধিপরামর্শ ফোরামের আহ্বায়ক এ্যাডভোকেট শরিফা খানমের সভাপতিত্বে এবং উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক ও জলবায়ু অধিপরামর্শ ফোরামের সাধারন সম্পাদক শেখ আসাদের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ।
জলবায়ু পরিবর্তন বর্তমান সমাজের জন্য হুমকি স্বরূপ। এজন্য জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলা ও বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে উপক‚লীয় মানুষের উন্নয়নে সুনির্দিষ্ট অঙ্গীকার সংযুক্ত করার দাবি জানিয়েছেন বাগেরহাট জলবায়ু অধিপরামর্শ ফোরাম। তারা তাদের বক্তব্যে বলেছেন জলবায়ু পরিবর্তন এর ক্ষতিকর প্রভাবের কারণে উপক‚লীয় অঞ্চল একসময় জনমানব শূন্য হয়ে পড়বে। এমতাবস্থায় উপক‚লের মানুষের জীবন জীবিকা রক্ষায় বিশেষ রাজনৈতিক প্রতিশ্রæতি প্রয়োজন।
Leave a Reply