বাগেরহাট প্রতিনিধি::বাগেরহাটে ৬ষ্ট শ্রেনীর স্কুল ছাত্রীকে দুই দিন ধর্ষনের অভিযোগে বুধবার সন্ধায় কড়াবৌলা চায়ের দোকান থেকে গোবিন্দ দেবনাথ ধোনাই (৪৫)কে আটক করেছে মহিষপুরা ক্যাম্পের পুলিশ।
ওই ছাত্রীর মা বলেন, সোমবার দিন সকালে সে তার প্রতিবন্ধী স্বামী ও কন্যাকে বাড়িতে রেখে মেয়ের বাড়িতে বেড়াতে যায়। এ সুযোগে মোড়েলগঞ্জে উপজেলা রামচন্দ্রপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মৃত মতিলাল দেবনাথের পুত্র গোবিন্দ দেবনাথ (ধোনাই) পশবর্তী ছোট কড়াবৌলা গ্রামের ৬ষ্ট শ্রেনীর ছাত্রীকে ঘরের রুমে একা পেয়ে সোম ও মঙ্গলবার দুই রাত ধর্ষন করে। এরপর ভয়ভিতী দেখিয়ে বলে কাউকে কিছু বললে তোর মা বাবাকে মেরে ফেলবো। এঘটনার পর ১১ অক্টোবর (বুধবার) ওই ছাত্রী কচুয়া উপজেলার মসনী মাধ্যমিক বিদ্যালয়ের এসে ক্লাস রুমে অসুস্থ্য হয়ে পড়লে ক্লস শিক্ষক তাকে জিজ্ঞাসা করলে ধষনের ঘটনাটি বলে। এরপর বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাত্রীর অভিভাবককে জানালে তারা ৯৯৯ ফোন করলে মহিষপুরা ক্যাম্পের পুলিশ এসে এলাকাবাসীর সাহায্যে ধর্ষককে আটক করে।
মসনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিষ কুমার দাস জানান, আমাদের ৬ষ্ট শ্রেনীর এক ছাত্রী ক্লাস রুমে অসুস্থ্য হয়ে পড়লে তাকে জিজ্ঞাসা করলে ধর্ষনের মতো একটি ঘটনাটি বলে। এরপর ছাত্রীর অভিভাবককে জনালে তারা এসে তাদের মেয়েকে নিয়ে যায়।
এব্যাপারে মোড়েলগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ সাইদুর রহমান বলেন, অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসা বাদ করা হচ্ছে। প্রমানিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply