নিজস্ব প্রতিনিধি::খুলনা জেলা যন্ত্রসংগীত উৎসবের উদ্বোধন অনুষ্ঠান আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ।
খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে খুলনা বিশ^বিদ্যালয়ের সাবেক ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ, জেলা কালচারাল অফিসার সুজিত কুমার সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে বিভাগীয় কমিশনারসহ অতিথিরা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে শিল্পীদের যন্ত্রসংগীত পরিবেশন উপভোগ করেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে এবং খুলনা জেলা শিল্পকলা একাডেমি এতে সহায়তা করে। উৎসবে খুলনা জেলার এবং ঢাকা থেকে আগত শিল্পীরা যন্ত্রসংগীত পরিবেশন করেন।
Leave a Reply