দাকোপ প্রতিনিধি::দেশের ৩২ পৌরসভায় পানি সরবরাহ ও মানববর্জ্য ব্যবস্থাপনা ও স্যানিটেশন প্রকল্পের আওতায় চালনা পৌরসভায় অনুষ্ঠিত ৩ দিন ব্যাপী কর্মশালা সমাপ্ত হয়েছে।
বৃহস্পবিার সকাল ১০ টায় চালনা পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন পৌর মেয়র সনত কুমার বিশ্বাস। দাকোপ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আয়োজনে এবং চালনা পৌরসভার সহযোগীতায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান আলোচক ও বিষয় ভিত্তিক তথ্য চিত্র প্রদর্শন করেন সংশ্লিষ্ট প্রকল্পের সহকারী প্রকৌশলী এইচ এম শাহিন ও সোশ্যাল ডেভেলপমেন্ট অফিসার বাবুল আকতার। কর্মশালায় আলোচনা করেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য দপ্তরের উপসহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মাহমুদ, উপসহকারী প্রকৌশলী রতন কুমার মন্ডল, উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা শাপলা অধিকারী, তথ্য আপা শারমিন তাজমিন, দাকোপ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, সাংবাদিক মামুনুর রশিদ, পৌরসভার কাউন্সিলর শেখ মেহেদী হাসান বুলবুল, আঃ গফুর সানা, শেখ আঃ সাত্তার, চয়ন সাহা, হাসিনা বেগম, নাসিমা বেগম, সাবেক কাউন্সিলর রবীন্দ্রনাথ সরদার, শিক্ষক এস এম রমজান আলী, হান্নান সানা, পরিমল সরদার, আজিজুল শেখ, বিপুল রায়, অমারেশ ঢালী, অর্ধেন্দু শেখর রায়, কমলেশ গোলদার, মাওলানা আবু সাইদ, হাবিবুর রহমান, ডলি আকতার প্রমুখ। কর্মশালায় পৌরসভাধীন বিভিন্ন ধর্মীয়নেতা, শিক্ষক প্রতিনিধি, সুশীল সমাজ, সাংবাদিকসহ নানা শ্রেনী পেশার নারী পুরুষ অংশ গ্রহন করে তাদের মতামত ও সুপারিশ মালা তুলে ধরেন। ৩ দিন ব্যাপী এই কর্মশালা গত ১০ অক্টোবর শুরু হয়ে ১২ অক্টোবর ২০২৩ শেষ সমাপ্ত হয়েছে।
Leave a Reply