দাকোপ প্রতিনিধি::বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাকোপে উপজেলা শ্রমিক লীগের আয়োজনে কেক কাটা,দোয়া মাহফিল,মিষ্টি বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ লক্ষে (১২ অক্টোবর) বৃহস্পতিবার সন্ধায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ্বাসের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক অমরেশ ঢালীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ শেখ আবুল হোসেন।বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল কাদের, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবিএম রুহুল আমীন, চালনা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম আক্কেল, চালনা পৌর মেয়র ও পৌর আ’লীগের সাধারণ সম্পাদক সনত কুমার বিশ্বাস, উপজেলা কৃষক লীগের সভাপতি শেখ গোলাম হোসেন, পৌর আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শিপন ভূঁইয়া, উপজেলা আ’লীগনেতা আজগর হোসেন ছাব্বির, ওয়ার্ড আ’লীগের সভাপতি যথাক্রমে মোহন লাল সাহা, মিজানুর রহমান টুটুল,ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক যথাক্রমে আব্দুল গফুর সানা, শিবপদ মন্ডল, জয়প্রকাশ রায়,উপজেলা শ্রমিক লীগনেতা ইউনুছ জমাদ্দার, উপজেলা যুবলীগনেতা রতন কুমার মন্ডল, সৌম্য বিশ্বাস, আব্দুল্লাহ গাজী, মাহফেল হাওলাদার, শিবপদ বৈরাগী, ইমারত শ্রমিক নেতা মিন্টু বিশ্বাস, রাম প্রসাদ মন্ডল, রাজনারায়ন সাহা প্রমুখ।
Leave a Reply