1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৭ অপরাহ্ন

পাইকগাছায় পরোয়ানার ১৭ আসামী গ্রেফতার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ৯৩ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি::খুলনার পাইকগাছায় গত দু” দিনে গ্রেফতারী পরোয়ানার ও নিয়মিত মামলার ১৭ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গল ও বুধবার রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

বৃহষ্পতিবার সকালে আসামীদের আদালতে পাঠানো হয়েছে। আসামীরা হলেন, সোলাদানা ইউনিয়নের আইয়ুব আলী গাজী ছেলে লুৎফর রহমান গাজী, পৌরসভার শিববাটি গ্রামের গহর গাজীর ছেলে মোহর আলী গাজী, সরল গ্রামের রতন দাশের ছেলে দেব্রত দাশ, চাঁদখালী ইউনিয়নের ফতেপুর গ্রামের আলতাফ আলীর ছেলে আতিয়ার সরদার, শেরআলীর ছেলে আফসার সরদার, আকবর সরদারের ছেলে মতিন সরদার, শাহাবুদ্দিন শেখের ছেলে বাবু শেখ, মৌখালী গ্রামের কামরুল সরদারের ছেলে ইকবাল সরদার, কৃষ্ণনগর গ্রামের বদো গাজীর ছেলে গফ্ফার গাজী, কপিলমুনি ইউনিয়নের কাজিমুছা গ্রামের কাশেম উদ্দিনের ছেলে ফজলু সরদার, কাশিমনগর গ্রামের মজিদ মোড়লের ছেলে রাসেল মোড়ল, আমিন সরদারের ছেলে রেজাউল সরদার,গড়ুইখালী ইউনিয়নের শফি হাজীর ছেলে নিশাদ গাজী, মঞ্জু সানার ছেলে বেল্লাল সানা, গদাইপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের রহমত আলীর স্ত্রী রাবেয়া খাতুন, মটবাটি গ্রামের সাজ্জাত গাজীর ছেলে শফিকুল ইসলাম গাজী।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, পরোয়ানর ১৭ আসামিকে গ্রেফতার করে বৃহষ্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews