1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৫ অপরাহ্ন

মরদেহ ফেরতের দাবিতে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ করে দিয়েছে শ্রমিকরা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ৭০ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি::বাংলাদেশি ট্রাক চালকের মরদেহ ফেরতে বিএসএফ বাধা দেওয়ায় আমদানি-রপ্তানি বন্ধ করে দিয়েছে বেনাপোল ট্রাক লরী মোটর শ্রমিক সংগঠনের নেতারা।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ১১ টা থেকে আমদানি-রপ্তানি বানিজ্য বন্ধ রেখেছে ট্রাক লরী মোটর শ্রমিক সংগঠনের নেতারা। তাদের দাবি মৃত ট্রাক চালকের মরদেহ ফেরত না দেওয়া পর্যন্ত কোন আমদানি-রপ্তানি হবে না।

বেনাপোল ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মো: শাহিন হোসেন জানায়, গতকাল বুধবার (১১ অক্টোবর) সকালে ফরিদপুরের গোল্ডেন জুট ইন্ডাস্ট্রিজ থেকে একটি ট্রাকে (ঢাকা মেট্রো-ট-১৮-৩০৫৩) ২৩৫ বেল পাটজাতীয় পণ্য নিয়ে ভারতের পেট্রাপোল বন্দরে যান। তার ট্রাকে থাকা মালামাল খালি না হওয়ায় সে পেট্রাপোল বন্দরে রাতে অবস্থান করছিলেন। হঠাৎ রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। মরদেহটি ফেরত চেয়ে পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষকে অনেকবার অনুরোধ করা হলেও ফেরত দিচ্ছেনা।

এদিকে বেনাপোল সিএন্ডএফ স্টাফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান জানান,

পেট্রাপোল সিএন্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বিষয়টি নিয়ে আমাদের কাছে এসেছিলেন। এখানকার শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ স্পস্ট করে তাদের জানিয়ে দিয়েছেন মরদেহ ফেরত না দেয়া পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

ভারতের পেট্রাপোল বন্দর সূত্র জানায়, গতকাল বাংলাদেশি ট্রাক চালক নাজমুস শাহাদাত বাবুল ফরিদপুরের গোল্ডেন জুট মিলের পাটজাতীয় পণ্য নিয়ে ভারতের পেট্রাপোল বন্দরে আসে। তার ট্রাকে থাকা মালামাল খালি না হওয়ায় সে পেট্রাপোল বন্দরে রাতে অবস্থান করছিলেন। হঠাৎ রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। ময়না তদন্ত এবং আইনী প্রক্রিয়া সম্পন্নের পর লাশ হস্তান্তর করা হবে।

বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রেজাউল করিম বাংলাদেশি ট্রাক চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত জানান, যথাযথ ময়না তদন্ত সম্পন্ন এবং আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ ভারতের বন্দর কর্তৃপক্ষ হস্তান্তর করবেন বলে আমাদেরকে জানিয়েছেন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews