1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০২:৪৭ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে আওয়ামী লীগ

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ১৬৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক::আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলটির নেতাদের সঙ্গে বৈঠকে বসেছে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী প্রতিনিধিদল।

শুক্রবার (১৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে মার্কিন প্রতিনিধিদলের ৩ সদস্য সেখানে যান। দলের সভাপতির কার্যালয়ে মার্কিন প্রতিনিধিদলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব) মোহাম্মদ ফারুক খান।

এ সময় আওয়ামী লীগের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এরই মধ্যে মার্কিন প্রতিনিধিদল আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছে। উভয়পক্ষের মধ্যে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনসংক্রান্ত নানা বিষয়ে আলাপ হতে পারে।

আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সায়েম খান এই তথ্য জানিয়েছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে গত ৭ অক্টোবর ঢাকায় আসে সাত সদস্যের মার্কিন প্রতিনিধিদলটি। পরে গত সোমবার (৯ অক্টোবর) দিনভর প্রধান তিনটি দল—আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতাদের সঙ্গে বৈঠক করে। এ ছাড়া প্রতিনিধিদলটি সুশীল সমাজের সদস্যসহ বিভিন্ন পেশার মানুষের সঙ্গে বৈঠক করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews