পাইকগাছা (খুলনা) প্রতিনিধি::পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করার অভিযোগে আরো এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। রোববার সকালে নির্বাহী ম্যাজিস্টেট্র ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন উপজেলা সদরের জনগুরুত্বপূর্ণ জিরোপয়েন্ট এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করায় যাদব ঘোষ ডেয়ারীর সত্ত¡াধিকারী ব্যবসায়ী ব্রজেন ঘোষ (৩৮) কে ভোক্তা অধিকার আইনের আওতায় ১০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন, পেশকার মোঃ ইব্রাহীম। উল্লেখ্য, বৃহস্পতিবার একই এলাকার ৩ ব্যবসায়ীকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।
Leave a Reply