1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০২:১১ অপরাহ্ন

দাকোপে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‌্যালী ও সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ১৭৭ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি:: “আপনার নাগলেই পরিচ্ছন্ন হাত” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দাকোপে ব্যাপক উৎসহ উদ্দিপনার মধ্যে দিয়ে উপজেলা প্রশাসন, জনস্বাস্থ্য প্রকৌশলী কার্যালয়ের আয়োজনে বিশ্বহাত ধোয়া দিবস-২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারী উন্নয়ন সংস্থা নবযাত্রা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, এ্যাড্রা বাংলাদেশসহ কয়েকটি এনজিও’র সহযোগিতায় (১৬ অক্টোবর) সোমবার বেলা ১১ টায় জনসচেতনতা মূলক একটি বর্ণাঢ্য র‌্যালী চালনা পৌরসভা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র‌্যালী শেষে অনুষ্ঠানের সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান তিনি নিজের হাত ধৌত করে বিশ^ হাত ধোয়া দিবসের শুভ সুচনা করেন। পরে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ শামীউর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা আইসিটি কর্মকর্তা সমীর কুমার বিশ্বাস, নবযাত্রা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্টিফেন হেমবরুম, এ্যাড্রা বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার পল বাড়ৈ, নবযাত্রা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ফারহানা খাতুন,দাকোপ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, জেলা যুবলীগনেতা আফজাল হোসেন খান, উপস্থিত ছিলেন দাকোপ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ শিপন ভূঁইয়া, শচীন্দ্র নাথ মন্ডল, প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য দীপক কুমার রায়,সিনিয়র সাংবাদিক মোঃ মামুনুর রশিদ,সুধী নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল আজিজ সরদার, প্রনব রায়, মোঃ হাবিবুর রহমান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews