পাইকগাছা (খুলনা) প্রতিনিধি::খুলনার পাইকগাছায় বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আলোচনা সভা ও জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধনী অনুষ্ঠান সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দিন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাশ, কৃষি সম্প্রসারন কর্মকর্তা এসএম মনিরুল হুদা, সহকারি অধ্যাপক ময়নুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান। উপ-সহকারি কৃষি কর্মকর্তা শেখ তোফায়েল আহম্মেদ তুহিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারি কৃষি সম্প্রসারন কর্মকর্তা শাহজাহান আলী, উদ্ভীদ সংরক্ষন কর্মকর্তা বিশ্বজিৎ দাশ, উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির, ইউআরসি ইনস্ট্যাক্টর ইমান উদ্দীন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ, উপ-সহকারি কৃষি কর্মকর্তা ডল্টন রায়, সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান ও কৃষক নিখিল রঞ্জন মন্ডল। অনুষ্ঠানে সেরা ইঁদুর নিধনকারীকে পুরুষ্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে সকল উপসহকারি কৃষি কর্মকর্তা ও কৃষকরা উপস্থিত ছিলেন।
Leave a Reply