অরুণ দেবনাথ, ডুমুরিয়া খুলনা প্রতিনিধি::ডুমুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ,বর্ণাঢ্য র্্যালি, কবিতা আবৃত্তি, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা,কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপ seজেলা কমপ্লেক্স হলরুমে উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নারায়ণ চন্দ্র চন্দ এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ। উপজেলা আইসিটি কর্মকর্তা শেখ সুমন হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রকৌশলী মুহাঃ রবিউল ইসলাম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান, সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রীণা মজুমদার। উপস্থিত ছিলেন সাংবাদিক, রাজনৈতিক, জনপ্রতিনিধি বৃন্দ। পরে প্রধান অতিথি স্কুল অফ ফিউচার এন্ড শেখ রাসেল রোবটিক্স কর্ণার ও জয়সেট সেন্টারের ফলক উন্মোচন এবং প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকদের মাঝে সনদপত্র বিতরণ বিতরণ করেন।
Leave a Reply