1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৩:৩৬ অপরাহ্ন

দাকোপে প্রশাসনের আয়োজনে শেখ রাসেল দিবস পালিত

  • প্রকাশিত: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ৬৭ বার পড়া হয়েছে
hdr

দাকোপ প্রতিনিধি::“শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দাকোপে শেখ রাসেল দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে। পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসাবে বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূঁমি) পাপিয়া সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ শেখ আবুল হোসেন, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম হালদার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ শফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দীকা,প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়,বীর মুক্তিযোদ্ধা অহেদ আলী গাজী, আইসিটি অফিসার সমির বিশ্বাস, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ্বাস, সাধারণ সম্পাদক জি এম রেজা। উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন অধিদপ্তরের প্রধান গন, স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও সাংবাদিক বৃন্দ। সভার শুরুতে একই স্থানে কেক কাটা, শিশুদের মাধে পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews