পাইকগাছা (খুলনা) প্রতিনিধি::আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে পাইকগাছার ১৫৫টি পূজা মন্দিরে ব্যক্তিগত পক্ষ থেকে অনুদান প্রদান করেছেন খুলনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও সাবেক এমপি এডভোকেট সোহরাব আলী সানা। তিনি বুধবার দুপুরে আইনজীবী কার্যালয়ে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ সাধু ও সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস এর মাধ্যমে প্রতিটি পূজা মন্দিরের অনুকূলে ৫ ‘শ টাকা করে মোট ৭৭ হাজার ৫’শ টাকার অনুদান প্রদান করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট পঙ্কজ কুমার ধর, সাবেক সভাপতি অজিত কুমার মন্ডল, সাধারণ সম্পাদক শেখ তৈয়ব হোসেন নূর, চিত্ত রঞ্জন মন্ডল, সমীর কুমার বিশ্বাস, শিবু প্রসাদ সরকার, আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ নেতা জি এম ইকরামুল ইসলাম, বিজন বিহারী সরকার, এস এম শহিদুল্লাহ, মিজানুর রহমান, গোপাল চন্দ্র সরকার, শেখর চন্দ্র মন্ডল, আনোয়ার হোসেন ও ছাত্রলীগ নেতা আবির আক্তার আকাশ।
Leave a Reply