বাগেরহাট প্রতিনিধি::বাগেরহাটে স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় স্বামীকে ১ বছরের সাজা দিয়েছে আদালত।বাগেরহাট বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল আদালন ৩ এর বিচারক মোঃ বিলাল হোসাইন গত ১২ আগষ্ট এ রায় দেন।
মামলার বিবরনে জানাগেছে, বাগেরহাট সদর উপজেলার সোনাডাঙ্গা গ্রামের জিল্লুর রহমান তরফদারের কন্যা খাদিজা খাতুন তার স্বামীর বিরুদ্ধে যৌতুকের অভিযোগ এনে যৌতুক নিরোধ আইনে (সংশোধীত ২০১৮) এর ৩ ধারায় ২৩ নভেম্বর ২০২১ তারিখ সি আর ৩৭৪/২১ নং মামলা করে। মামলাটি স্বাক্ষ্য প্রমানে প্রমানিত হওয়ায় আদালদত তার স্বামী বরিশাল জেলার উজিপুর উপজেলার হারতা গ্রামের মোঃ নুর আলমের পুত্র মোঃ মেহেদী হাসানকে এক বছরের সাজা দেয়। বাদী পক্ষের আইনজিবী ছিলেন এ্যাড. মোঃ আব্দুল্লাহ আল মামুন। বিবাদী পক্ষের আইনজিবী ছিলেন এ্যাড. মুনসুর আহম্মেদ।
Leave a Reply