নিজস্ব প্রতিনিধি::শারদীয় দুর্গোৎসব উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নগরীর পূজামন্ডপসমূহে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বুধবার নগরীর ৫টি থানা এলাকায় পৃথক পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এ আর্থিক সহায়তা প্রদান করেন।
সকাল ১০টায় সিটি মেয়র নগরীর দৌলতপুরস্থ পাবলা মধ্যপাড়া মন্দির প্রাঙ্গণে দৌলতপুর ও খান জাহান আলী থানা এলাকার, দুপুর ১২টায় সোনাডাঙ্গাস্থ পূজাখোলা মন্দির প্রাঙ্গণে খালিশপুর ও সোনাডাঙ্গা থানা এলাকার এবং দুপুর ২টায় সদর থানাস্থ শিতলাবাড়ি মন্দির প্রাঙ্গণে সদর থানা এলাকার পূজা মন্ডপসমূহের কমিটির কর্মকর্তাদের হাতে সহায়তার নগদ অর্থ তুলে দেন। নগরীর সর্বমোট ৭৮টি পূজা মন্ডপের অনুক‚লে ৬ লক্ষ ৭৩ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
কেসিসি’র স্থানীয় কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর, স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও মন্দির কমিটির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
Leave a Reply