পাইকগাছা (খুলনা) প্রতিনিধি::খুলনার পাইকগাছায় সিমানা পিলার প্রতারক চক্রের ৪ সদস্যকে এলাকাবাসী আটক করে পুলিশে দিয়েছে। শুক্রবার রাতে উপজেলার হাছিমপুর এলাকা থেকে তাদেরকে আটক করে। আটক ব্যক্তিদের নামে থানায় মামলা হয়েছে। শনিবার সকালে আদালতের পাঠানো হয়েছে।
এলাকাবাসী জানান, শুক্রবার রাত ২ টার দিকে উপজেলার চাঁদখালী ইউনিয়নের হাছিমপুর এলাকায় সিমানা পিলার (ম্যাগনেট) প্রতারণা চক্রের ৪ সদস্য ম্যাগনেট কিনতে যায়। এ সময় গ্রামবাসি পাইকগাছা পৌর সদরের তীর্থ মন্ডল(৪০), ডুমুরিয়া ঊপজেলার নোয়াকাটি গ্রামের ইউসুফ মোল্লা (৩০), বটিয়াঘাটা উপজেলার সঞ্জায়(৩৮), শুশান্ত মন্ডল(৪১), তাদেরকে আটক করে পুলিশে দেয়। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, তারা বিভিন্ন উপজেলা থেকে একত্রিত হয়ে উপজেলার হাছিমপুর এলাকায় ডাকাতি প্রস্তুতি নিচ্ছিলো। তাদের নিকট থেকে কচটেপ, ছুরি, হাতুড়ি উদ্ধার করে এলাকাবাসী আটক করে পুলিশি দেয়। এ ঘটনায থানায় মামলা হয়েছে। শনিবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply