পাইকগাছা (খুলনা) প্রতিনিধি মামার বিয়েতে এসে বাড়িতে ফেরা হলোনা শামীমের। চালক কুদ্দুস খানের চলন্ত ইজিবাইকের তলায় পিষ্ট হয়ে লাশ হয়ে বাড়িতে ফিরতে হলো শিশু শামিমের ৷ঘটনাটি ঘটেছে শনিবার সকাল ১১ টায় খুলনার পাইকগাছার কপিলমুনির ভৈরবঘাটায় ৷
নিহত শিশুর গ্রামের বাড়ি কেশবপুর থানার নন্দীপুর গ্রামে শহিদুল গাজীর ছেলে ও ভৈরবঘাটা গ্রামের সোহরাব গাজীর নাতনী৷ নিহতের নানা সোহরাব গাজী জানান,মামার বিয়েতে শামীম আমাদের বাড়িতে বেড়াতে আসে। সকালে বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় ইজিবাইকের ধাক্কায় পড়ে গেলে শিশু শামীমের মাথার উপর দিয়ে চাকা উঠে থেঁতলে যায়। এসময় রক্তাক্ত অবস্থায় শামীমকে উদ্ধার করে কপিলমুনি হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়।
Leave a Reply