দাকোপ প্রতিনিধি::বৃক্ষ রোপন কর্মসূচীর আওতায় দাকোপ উপজেলার পানখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডে খলিসার ক্যাপটেন রাস্তা হতে চৌকিদার বাড়ীর পর্যন্ত বিভিন্ন প্রজাতির ২শতাধিক ফলজ ও বনজ গাছের চারা রোপন করা হয়েছে।
বে-সরকারী উন্নয়ন সংস্থা asddw বাস্তবায়নে এবং ক্রিশ্চিয়ান এইড এর অর্থায়নে শনিবার দিনব্যাপি আম, কদবেল, মেহগনি ও আমড়া সহ বিভিন্ন প্রজাতির গাছ রোপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পানখালী ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বর সাবিনা ইয়ামিন, দাকোপ উপজেলা মানব অধিকার সংস্থার সভাপতি শেখ আব্দুল ছাত্তার, asddw নির্বাহী পরিচালক অধ্যাপক লিপিকা রানী বৈরাগী, ভলেন্টিয়ার কনিকা রানী বৈরাগীসহ নারী নেতৃবৃন্দ ও স্থানীয় সুধীজন।
Leave a Reply