দাকোপ প্রতিনিধি::শারদীয়া দূর্গাৎসবের মহা অষ্টমীতে বটিয়াঘাটা উপজেলার বিভিন্ন ইউনিয়নের দূর্গা মন্দির পরিদর্শন,মন্দিরে আগত দর্শনার্থীদের সাথে কুশল বিনিময় নৌকা প্রতীকে ভোট প্রার্থনা ও নিজ তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করেছেন,আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী দাকোপ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়। তিনি রবিবার প্রায় ২ শতাধিক মটরসাইকেল বহরে দিনব্যাপী বটিয়াঘাটা উপজেলার জলমা,সুরখালী,বটিয়াঘাটা, বালিয়াডাঙ্গা,গঙ্গারামপুর ইউনিয়নের বিভিন্ন স্থানের দূর্গা মন্দির পরিদর্শন করেন এবং নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেছেন। এ সময় তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন দাকোপ ইউপি আ’লীগের সভাপতি অধ্যাপক রমেন্দ্র নাথ রায় সুপদ, সাধারণ সম্পাদক ক্ষিতিষ চন্দ্র রায়, রামপদ মন্ডল,দেবব্রত সরকার, রতন কুমার মন্ডল, সুব্রত মন্ডল, রশিদ গ্জাী, সবুজ সরকার, জয়ন্ত রায়, সিদ্ধার্থ মন্ডল, সঞ্জয় মন্ডল, নিরাপদ রায়, প্রশান্ত রায়, কনিকা সরকার, সঞ্জীব রায়, কংকন মোড়ল, প্রনব মৃধা, শ্যামল বাইন, উত্তম রায়, অর্জুন রায়, দুলাল রায়, চিত্তরঞ্জন মন্ডল, শুভংকর রায়, অজিত মন্ডল, বাবুরাম জোয়াদ্দার, কৃষ্ণপদ মন্ডল,টুলু বৈরাগী, গেšরঙ্গ ঘরামী, মিঠুন সরদার, মহাদেব রায়, বিশ^জিত রপ্তান, উদয় গাইন, সঞ্জয় সরদার, গোপিনাথ মোড়ল, দেবব্রত সরদার, বিপুল বর্মন, মধুসুদন মন্ডল,জয়ন্ত রায়, সুরঞ্জন রায় প্রমুখ।
Leave a Reply