1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০২:৪৭ পূর্বাহ্ন

বটিয়াঘাটায় সাবেক সাংসদ ননী গোপাল মন্ডলের শারদীয় দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন

  • প্রকাশিত: সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ৪৯ বার পড়া হয়েছে

বটিয়াঘাটা(খুলনা)প্রতিনিধি::বটিয়াঘাটায় খুলনা- ১আসনের সাবেক সাংসদ এবং আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে আ’লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ননী গোপাল মন্ডলের অনুসারি দলীয় নেতাকর্মীদের নিয়ে মহা অষ্টমী পূজায় রবিবার সন্ধ্যা ৭ টায় স্থানীয় উপজেলার জলমা ইউনিয়নের মল্লিকের মোড়ে চক্রাখালী দঃপাড়া সার্বজনীন দূর্গা মন্দির পরিদর্শন করেন । এসময় উপস্থিত মাতৃভক্ত ও দর্শণার্থীদের উদ্দেশ্যে বলেন, আ’লীগ সরকার ক্ষমতায় থাকলে স্ব-স্ব ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব নির্বিগ্নে পালন করতে পারে । তাই আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আ’লীগকে পুনরায় ক্ষমতায় আনতে হবে । বর্তমান সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে । সকলে ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্রকে রুখে দিতে হবে । তিনি বলেন,আগামী ৯ নভেম্বর প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা খুলনা আসছেন । প্রধানমন্ত্রী আগমন উপলক্ষ্যে আমরা সকলে মিলে খুলনা’র জনসভাকে জনসমুদ্রের পরিণত করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বুঝিয়ে দিতে হবে আমরা খুলনাবাসী পাশে আছি । এছাড়াও তিনি, সকলের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি অনুদান ও প্রদান করেন । চক্রাখালী দঃপাড়া সার্বজনীন দূর্গা পূজা উদযাপন কমিটির সভাপতি বিপ্লব মল্লিক’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চক্রাখালী দঃপাড়া সার্বজনীন দূর্গা পূজা উদযাপন কমিটির সাধারণ ফাল্গুনী গোলদার, কোষাধ্যক্ষ সুমন রায়, গোবিন্দ মল্লিক, সুবীর মল্লিক সহ দাকোপ উপজেলার দলীয় অনুসারী নেতৃবৃন্দ ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews