1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০২:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
ইন্টারপোল সম্মেলন শেষে দেশে ফিরেছেন আইজিপি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাল্টা কর্মসূচি নৌবাহিনীর তত্ত্বাবধানে খুলনা শহরে ৩টি স্থানে যৌথ বাহিনীর চেকপোস্ট স্থাপন একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যদিয়ে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব থেকে বিদায় নেবে-ধর্ম উপদেষ্টা ৪৩ লাখ কার্ড বাতিল নয়, স্মার্ট কার্ডে রূপান্তরের প্রক্রিয়া চলছে-টিসিবির মুখপাত্র ড. ইউনূসসহ ৬২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ মাঠে নামার ঘোষণা আ.লীগের, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আসিফের পাইকগাছায় মাইক্রো স্ট্যান্ড সমিতির নির্বাচন সম্পন্ন অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ;চূড়ান্ত সূচি প্রকাশ, চ্যাম্পিয়ন বাংলাদেশের ম্যাচ দিয়ে শুভ উদ্বোধন সাফজয়ীদের দেড় কোটি টাকা দেবে বাফুফে

উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় হামুন, নামলো বিপদ সংকেত

  • প্রকাশিত: বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ৯৪ বার পড়া হয়েছে

ডেস্ক::মঙ্গলবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে কক্সবাজার উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় ‘হামুন’। ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করে দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।

ঘূর্ণিঝড় হামুনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে রাতে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, মঙ্গলবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ১টায় উপকূল অতিক্রম করে ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে সাতকানিয়া, চট্টগ্রামে স্থল গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছিল। ঘূর্ণিঝড় ‘হামুন’ উপকূল অতিক্রম করায় চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরের ৭ নম্বর বিপদসংকেত কমিয়ে ৩ নম্বর স্থানীয় সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়ার সবশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘হামুন’ উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে মঙ্গলবার (২৪ অক্টোবর) রাত ১টায় উপকূল অতিক্রম সম্পন্ন করেছে এবং এটি দুর্বল হয়ে সাতকানিয়া, চট্টগ্রামে স্থল গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি স্থলভাগের অভ্যন্তরে আরও অগ্রসর হয়ে বৃষ্টি ঝরিয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।

চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৭ নম্বর বিপৎসংকেত নামিয়ে এর পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরেও ৫ নম্বর বিপৎসংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। এর পরিবর্তে এ দুটি বন্দরকেও ৩ নম্বর স্থানীয় সংকেতে দেখাতে বলেছে সংস্থাটি।

এর আগে, মঙ্গলবার সন্ধ্যা ৫টার পর ঘূর্ণিঝড় ‘হামুন’ চট্টগ্রাম-কক্সবাজার উপকূল অতিক্রম শুরু করে। এটি রাত ৩টার মধ্যে উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে বলে জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews