1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :

খুলনা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে দুই কেজি গাঁজাসহ আটক ৩

  • প্রকাশিত: বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ৫৭ বার পড়া হয়েছে

বটিয়াঘাটা (খুলনা)প্রতিনিধি::খুলনা জেলা গোয়েন্দা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে ডুমুরিয়ার বিভিন্ন এলাকা থেকে দুই কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যসায়ীকে আটক করছে।অভিযানে ডুমুরিয়া থানার জিলেরডাঙ্গা এলাকা থেকে ১ কেজি ৫শ গ্রাম গাঁজা সহ অন্তর মন্ডল(২০)কে আটক করে। আটককৃত অন্তর মন্ডল ঐ গ্রামের অসীম মন্ডলের ছেলে।অন্যদিকে একই থানার কুলটি গ্রামের জনৈক সুনীল চন্দ্র গোলদারের দোকানের সামনে থেকে ৫শ গ্রাম গাঁজাসহ মোঃ মিলন শেখ(২৭) ও মোঃ কোরবান গাজী(২৭)কে আটক করে।আটককৃত মিলন শেখ কেএমপির হরিণটানা থানার জয়খালী গ্রামের ইউসুফ শেখের ছেলে এবং কোরবান গাজী ডুমুরিয়া থানার বাদুরগাছা গ্রামের নজরুল গাজীর ছেলে।আটককৃত মিলন শেখের বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা রয়েছে।গোয়েন্দা পুলিশের এক প্রেস বিজ্ঞাপ্তিতে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪শে অক্টোবর পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম-সেবা এর সার্বিক দিক-নির্দেশনায় পুলিশ পরিদর্শক মোঃ নাসির উদ্দিন এর নেতৃত্বে এসআই আল আমিন সঙ্গীয় অফিসার-ফোর্স নিয়ে ডুমুরিয়া থানা এলাকায় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারে এক বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ডুমুরিয়া থানাধীন জিলেরডাঙ্গা গ্রামের জনৈক মোহন বিশ্বাসের বাড়ীতে যাওয়ার প্রবেশ পথে হতে বিকাল ৩টার সময় আসামী অন্তর মন্ডলকে আটক করে এবং তার হেফাজত থেকে ১কেজি ৫শ গ্রাম মাদকদ্রব্য গাঁজা ও তার ব্যবহৃত টিভিএস মোটরসাইকেল উদ্ধার করেন।অন্য আরেকটি অভিযানে এসআই শেখ ইমরুল করিম সঙ্গীয় অফিসার-ফোর্স নিয়ে ডুমুরিয়া থানা এলাকায় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার সংক্রান্তে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ডুমুরিয়া থানাধীন কুলটি গ্রামের জনৈক সুনীল চন্দ্র গোলদারের দোকানের সামনে থেকে বিকাল ৫টার সময় আসামী মোঃ মিলন শেখ ও মোঃ কোরবান গাজী কে আটক করে।তাদের হেফাজত থেকে ৫শ গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে।এ বিষয়ে এসআই শেখ ইমরুল করিম ও এসআই আল আমিন বাদী হয়ে ডুমুরিয়া থানায় আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে পৃথক পৃথক মামলা দায়ের করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews