পলাশ বাড়ৈ::খুলনা ধর্মপ্রদেশে যুব কমিশনের ২৫ বছর রজত জয়ন্তী ও অষ্টম ধর্ম প্রদেশীয় যুব কমিশন খুলনার রজত জয়ন্তী অনুষ্ঠিত হয়েছে।
খুলনা সেন্ট জোসেফ ক্যাথিড্রাল ধর্মপল্লীতে চারদিনব্যাপী অনুষ্ঠানের নানান কর্মসূচির মধ্যে প্রথম দিনে পবিত্র ক্রুশ স্থাপন, পরিচিতি পর্ব ও নির্দেশনা।
দ্বিতীয় দিনে পবিত্র খ্রীষ্টযাগ এর উদ্বোধন করেন ধর্মপাল, খুলনা ধর্মপ্রদেশ বিশপ জেমস্ রমেন বৈরাগী।
জাতীয় ও যুব কমিশনের পতাকা উত্তোলন,জুবিলীর লোগো উন্মোচন, পবিত্র সাক্রামেন্টের আরাধনা ও পূর্ণমিলন,আলোর উৎসব সাংস্কৃতিক কমিটি ও আমন্ত্রিত অতিথিগণ সকলের অংশগ্রহণে জুবিলী অনুষ্ঠান এবং এর আগে সকালে ফাদার বাবলু লরেন্স সরকারের পরিচালনায় সেশন-১ এ পৃথিবীতে যেমন বৃষ্টির দরকার, তেমনি মন্ডলীতে যুবাদের প্রয়োজন।
তৃতীয় দিনে সেশন-২ এ ও সেশন – ৩ এ যথাক্রমে আনন্দিত হও, নেতৃত্বে ফাদার জুয়েল ম্যাকফিল্ড ও কারিতাস খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক দাউদ জীবন দাশ মূল্যবান বক্তৃব্য উপস্থাপন করেন এবং রজত জয়ন্তী উপলক্ষে ফুটবল ম্যাচ ও সমাপনী খ্রীষ্টযাগ পরিচালনা করেন ফাদার যাকোব এসে বিশ্বাস।
চতুর্থ দিনে ফাদার রিপন সরদারের সঞ্চালনায় পবিত্র খ্রীষ্টযাগ ও যুব কমিশনের সকলের শুভ বিদায় অনুষ্ঠানের মধ্য দিয় চারদিনব্যাপী অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।
Leave a Reply