দাকোপ প্রতিনিধি::দাকোপে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপন প্রকল্পের আওতায় মা ইলিম সংরক্ষণ অভিযান ২০২৩ উপলক্ষে জেলেদের নিয়ে জনসচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বুধবার সকাল ১০ টায় পরিষদ মিলনায়নে উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মুনসুর আলী খান। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আমজাদ হোসেন সরদার, দাকোপ নৌপুলিশ ফাঁড়ি ইনচার্জ ফারুক আহমেদ। অন্যানের মধ্যে বক্তৃতা করেন ইলিশ জেলে মুহিদুল গাজী, মনোতোয রায়, নুরু শেখ, মহাদেব মালো, বুল শেখ, রেনু বেগমসহ মৎস্য দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। উল্লেখ্য যে, ১২ অক্টোবর থেকে ০২ নভেম্বর পর্যন্ত ২২ দিন সরকার ঘোষিত ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ মাছ ধরা নিষিদ্ধ।
Leave a Reply