গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায়, জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহযোগীতায় বিভাগীয় কমিশনারের কার্যালয়, খুলনার সার্বিক ব্যাবস্থাপনায় ৮ দিনব্যাপী বিভাগীয় বইমেলার আয়োজন করা হয়েছে। অদ্য ২৮ অক্টোবর, ২০২৩ শনিবার উৎসবমুখর পরিবেশে “বিভাগীয় বইমেলা, খুলনা-২০২৩” এর শুভ উদ্বোধন হয়। বিকাল ৪ টায় খুলনা বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আসাদুজ্জামান, যুগ্ম সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়; সরদার রকিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার, খুলনা; খন্দকার ইয়াসির আরেফীন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা; মিনার মনসুর, পরিচালক, জাতীয় গ্রন্থকেন্দ্র; নেসার উদ্দীন আয়ূব, পরিচালক, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ হামিদুর রহমান, উপপরিচালক, বিভাগীয় সরকারী গণগ্রন্থাগার, খুলনা ও সদস্যসচিব, বিভাগীয় বইমেলা, খুলনা-২০২৩। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ তবিবুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার, খুলনা। বইমেলার আলোচনা অনুষ্ঠান শেষে জেলা শিল্পকলা একাডেমী, খুলনার আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এস এম হুসাইন বিল্লাহ এবং শারমিন সুবহা। সার্বিক সমন্বয়ে ছিলেন সাইফুল ইসলাম মল্লিক।
Leave a Reply