নিজস্ব প্রতিবেদক::আগামীকাল রোববার (২৯ অক্টোবর) সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করবে বিএনপি । তবে তাদের ডাকা হরতালে গণপরিবহন চালানোর ঘোষণা দিয়েছে ঢাকা বাস মালিক সমিতি।
নয়াপল্টনের মহাসমাবেশ থেকে শনিবার (২৮ অক্টোবর) বিকেলে হরতালের ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার মহাসমাবেশ করে বিএনপি। সেখান থেকেই হঠাৎ করে সমাবেশ স্থগিত করার আগে হরতালের ঘোষণা দেন মির্জা ফখরুল।
এদিকে বিএনপির ডাকা হরতালের জবাবে পাল্টা কর্মসূচি দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে এ ঘোষণা দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
Leave a Reply