1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০১:৪৩ অপরাহ্ন

বাগেরহাটে আ,লীগের শান্তি সমাবেশ

  • প্রকাশিত: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ৬২ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি::সারাদেশে বিএনপি জামাতের ঢাকা হরতালে বাগেরহাটে তেমন কোন প্রভাব পড়েনি। হরতাল বাস্তবায়নে বাগেরহাটে বিএনপি জামায়াতের তেমন কোন কর্মসূচি দেখা যায়নি। যার ফলে রবিবার (২৯ অক্টোবর) সকাল থেকে থেকেই বাগেরহাট কেন্দ্রীয় বাস স্ট্যান্ড থেকে খুলনা সহ বিভিন্ন রুটের বাস ছেড়ে যেতে দেখা গেছে। তবে বাগেরহাট থেকে সরাসরি ঢাকা ও চট্টগ্রামগামী কোন বাস ছেড়ে যায়নি।
তবে জেলা বিএনপির নেতাদের দাবি, জনগণ স্বতঃস্ফূর্তভাবে হরতাল সমর্থন করেছে।
এদিকে বিশৃঙ্খলা এড়াতে পুলিশকেও কঠোর অবস্থানে দেখা গেছে। বিভিন্ন মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
অন্যদিকে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নি য়েছেন। ভোর ৬টার দিকে বাগেরহাট শহরের দশানী ট্রাফিক মোড়ে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ জড়ো হয়। সেখানে পথসভায় জামায়াত বিএনপি’র নৈরাজ্যের প্রতিবাদে সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেমা য়েত উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বসিরুল ইসলাম,জেলা যুবলীগের সভাপতি সরদার নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মীর জায়েশী আশরাফী জেমস প্রমুখ।
বক্তারা বলেন, দেশের মানুষ বিএনপি জামায়াতের নৈরাজ্য মেনে নেয় না। বাগেরহাটের মানুষ শতস্ফুর্তভাবে বিএনপি জামায়াতের হরতাল প্রত্যাখান করেছেন। দেশের মানুষের জানমাল রক্ষায় আমাদের নেতাকর্মীরা মাঠে রয়েছে। আমরা শান্তির পক্ষে।
পরে সারাদিনই বাগেরহাট প্রেসক্লাবের সামনে, সরকারি পিসি কলেজে, রেলরোড চত্বর, কেন্দ্রীয় বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে মিছিল করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
বাগেরহাট বাস মিনি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি বলেন, সকাল থেকে স্হানীয় বিভিন্ন রুটে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে ঢাকা ও চট্টগ্রামগামী বাস ছেড়ে যায়নি। অন্যান্য যানবাহন ও পন্য পরিবহন স্বাভাবিক র য়েছে বলে জানান এই নেতা।
বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলম বলেন, আওয়ামী লীগ শান্তি সমাবেশের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তারা আমাদের নেতাকর্মীদেরকে হুমকি ধামকি দিচ্ছে। গতকাল রাতে আমাদের ক য়েকজন নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছে আওয়ামী লীগের লোক জন। পুলিশ বাড়ি বাড়ি যে য়ে তল্লাশি করেছে।জনগণ আমাদের সাথে আছে। তারা আমাদের হরতাল সমর্থন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews