1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৫ অপরাহ্ন

ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ৮২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:;ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ-২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠান রবিবার সকালে খুলনা জেলা প্রশাসকের সমে¥লনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার দপÍরের উপপরিচালক মোঃ ইউসুপ আলী।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, ডেঙ্গু একটি জীবনঘাতী রোগ। এডিস মশার মাধ্যমে এরোগ বিস্তার লাভ করে। বর্তমানে ডেঙ্গু রোগ শহর ছাড়িয়ে গ্রামে-গঞ্জে ছড়িয়ে পড়েছে। প্রতিদিন এই রোগে আক্রান্ত হয়ে অনেক মানুষ হাসপাতালে ভর্তি হচ্ছে। রোগটি প্রতিরোধ করতে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিকদের সচেতন হওয়ার গুরুত্ব রয়েছে। তাই শুধু সরকারকে দোষারোপ না করে সবাইকে তার নাগরিক দায়িত্ব পালন করা উচিত। ঐক্যবদ্ধ হয়ে এ রোগের বিরুদ্ধে একটু সচেতন হলেই এই রোগের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে। এ জন্যে আজ হতে আগামী ৪ নভেম্বর পর্যন্ত ছয় দিনব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ পালন করা হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন সিভিল সার্জন ডাঃ মোঃ সবিজুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আকমল হোসেন, খুলনা সিটি কর্পোরেশনের ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলী আকবর টিপু, রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা সিটি ইউনিটের সাধারণ সম্পদাক মল্লিক আবিদ হোসেন কবীর, বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর এর প্রধান নির্বাহী স্বপন কুমার গুহ প্রমুখ। এ সময় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, নাগরিক সংগঠনের প্রতিনিধিসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এডিস মশার বংশবিস্তার পদ্ধতি ও ডেঙ্গুর ক্ষতিকর প্রভাব বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন খুলনা সিটি কর্পোরেশনের ভেটেরিনারি সার্জন ড. পেরু গোপাল বিশ^াস।
এর আগে সকালে জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গনে বিশ^ হাত ধোয়া দিবস উপলক্ষ্যে সঠিকভাবে হাত ধোয়ার কৌশল প্রদর্শন ও বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews