দাকোপ(খুলনা) প্রতিনিধি::কারিতাস বাংলাদেশ খুলনা অঞ্চলের ডিজেবল চাইল্ড ফাউন্ডেশন (ডিসিএফ) এর আয়োজনে ডিআইডিআরএম প্রকল্পের আওতায় দাকোপে অর্ধবার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান। কারিতাস বাংলাদেশ ডিআইডিআরএম প্রকল্প ম্যানেজার সুব্রত মল্লিক স্বাগত বক্তৃতা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের সকলক্ষেত্রে অর্ন্তভূক্তিকরণ ও দূয়োগ কালিন সভায় নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়ার আহবান জানান। সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদীপ বালা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দীকা, সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, সমবায় কর্মকর্তা মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আমজাদ হোসেন সরদার, আইসিটি কর্মকর্তা সমীর বিশ্বাস। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা আঃ অহেদ গাজী, সুতারখালী ইউনিয়ন পরিষদ সদস্য মুরারী মহন, সিপিপি টিম লেডার দেবাশিষ ঢালী, কারিতাস বাংলাদেশ ডিআইডিআরআর অফিসার ডিআইডিআরএম প্রকল্পের জলন্ত ত্রিপুরা, ডিসিএফ সংস্থার ডিআইও রিপা খানন, মিল অফিসার এ্যান্টনি পলক হালদারসহ বিভিন্ন অধিদপ্তরে জিও-এনজিও প্রতিনিধি ও সাংবাদিক বৃন্দ। সভা পরিচালনা করেন কারিতাস বাংলাদেশ সিএফ প্রকাশ রায়।
Leave a Reply