নিজস্ব প্রতিনিধি::খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে সমুদ্র উপক‚লীয় এলাকার ক্ষতিগ্রস্থ পরিবার প্রতিনিয়ত খুলনা শহরে নতুন নতুন বসতি গড়ে তুলছে। তৈরি হচ্ছে নতুন নতুন চাহিদা ও সমস্যা । তাদের স্বাস্থ্য, শিক্ষা ও স্যানিটেশন ব্যবস্থার উন্নতির জন্য এবং এ নগরীকে পরিবেশ বান্ধব করার জন্য বৃক্ষরোপণ, বর্জ্য ব্যবস্থাপনা ও ড্রেনেজ ব্যবস্থপনার উন্নয়ন করা হলেও এখনো তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। কেসিসি’র পাশাপাশি দাতা সংস্থাসমূহ এগিয়ে আসলে জলবায়ু উদ্বাস্তুদের আর্থসামাজিক অবস্থার দ্রæত পরিবর্তন ঘটবে বলে তিনি উল্লেখ করেন।
সিটি মেয়র সোমবার সকালে নগরীর একটি অভিজাত হোটেলে ‘এশিয়া রেজিলিয়ান্ট সিটিস্’ প্রকল্প আয়োজিত ‘‘ডেভেলপ একশন প্লান ফর খুলনা সিটি’’ শীর্ষক ২ দিন ব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। খুলনা সিটি কর্পোরেশনের সহযোগিতায় ইউএসএআইডি’র অর্থায়নে বেসরকারি সংস্থা ব্রাক আরবান ডেভেলপমেন্ট প্রোগাম খুলনা মহানগরীতে প্রকল্পটি বাস্তবায়ন করছে।
সিটি মেয়র উপস্থিত অতিথিদের অভিনন্দন জানিয়ে বলেন, এই শহরকে জলবায়ু সহিষ্ণু পরিবেশ বান্ধব ও সকল মানুষের জন্য বাসপোযোগী করতে দায়িত্বশীল নাগরিক তৈরী করার কোন বিকল্প নেই। এ কাজে প্রকল্পটি আগামী পাঁচ বছর আমাদের সহযোগিতা করবে এবং প্রকল্পটি বাস্তবায়িত হলে এ শহরের উন্নয়ন ও দরিদ্র মানুষের জীবন মান উন্নয়নে সহায়ক হবে বলে সিটি মেয়র আশাবাদ ব্যক্ত করেন।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম-এর সভাপতিত্বে কর্মশালায় কেসিসি’র কাউন্সিলর মো: আমিনুল ইসলাম মুন্না, মো: আলী আকবর টিপু, শেখ মোহাম্মদ আলী, মো: জাকির হোসেন বিপ্লব, সংরক্ষিত আসনের কাউন্সিলর মেমরী সুফিয়া রহমান শুনু, খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুল্লাহ পিইঞ্চ, কেসিসি’র প্রধান প্রকৌশলী মো: মশিউজ্জামান খান, খুলনা বিশ্ববিদ্যালয়ের আরবান এন্ড রুরাল প্লানিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো: আশিকুর রহমান, কেসিসি’র প্রধান রাজস্ব কর্মকর্তা সানজিদা বেগম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো: আনিসুর রহমান, প্রধান নগর পরিকল্পনাবিদ আবির উল জব্বার, ইউএসএআইডি’র জিওস্পাশিয়াল ইনফরমেশন এনালিস্ট জাহিদ ফারুক, ব্রাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের প্রধান ইমামুল আজম শাহী, ব্রাক এআরসি প্রজেক্টের এ্যাসিসট্যান্ট ডেপুটি ডাইরেক্টর ফারহানা আফরোজ ও জেএসআই’র এডভাইজার আবে কন্ডি প্রমুখ অনুষ্ঠানে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন। কর্মশালা সঞ্চালনা করেন কেসিসি’র আর্কিটেক্ট রেজবিনা খানম।
Leave a Reply