দাকোপ প্রতিনিধি::দাকোপে উপজেলা অফিসের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা কৃষি অফিসের অডিটোরিয়ামে বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খান, উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী, উপজেলা শিক্ষা অফিসার সুমন্ত পোদ্দার, উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম, দাকোপ প্রেসক্লাবের সভাপতি গোবিন্দ বিশ্বাস, সাবেক সভাপতি মোঃ শিপন ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, সাংবাদিক মামুনুর রশিদ প্রমুখ। অনুষ্ঠানে রবি (২০২৩-২৪) মৌসুমে শীতকালীন জনপ্রতি ১ কেজি করে সূর্যমূখী ১০০০ জন, ২ কেজি হারে ভূট্ট্রা ১৫০ জন, ২০ কেজি হারে গম ৫ জন, ১ কেজি হারে সরিষা ৩০০ জন, ২ কেজি হারে হাইব্রীড ধান ১০১ জন, ১ কেজি হারে পিয়াজ ৩০ জন এবং ১০ কেজি করে ডিএপি এবং এমওপি সারসহ মোট ১৫৮৫ জন কৃষককে বিনা মূল্যে বীজ ও সার দেওয়া হয়।
Leave a Reply