দাকোপ প্রতিনিধি::দাকোপের কামিনীবাসিয়া পশ্চিমপাড়া ও গড়খালী পূর্বপাড়া ২টি মডেল মৎস্যজীবী গ্রাম সমিতিতে লাইফ জ্যাকেট, লাইফ বয়া ও টর্চ লাইট বিতরন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে কামিনীবাসিয়া পশ্চিমপাড়া মৎস্য অধিদপ্তরের “সাসটেইনেবল কোষ্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট (এসসিএমএফপি)” কম্পোনেন্ট-৩ এর আওতায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর বাস্তবায়নে “অ্যাপ্রোপ্রিয়েট ফিশিং ইন্টারভেনশন” তহবিল থেকে নিবন্ধিত জেলেদের মাঝে সমুদ্রে মাছ ধরার জন্য জীবন রক্ষাকারী সামগ্র বিতরণ সভায় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য মোঃ সেলিম সুলতান, আঞ্চলিক কর্মকর্তা এসডিএফ খুলনা অঞ্চল (এমইএল), মোঃ আবু নাছের শারাফাত, তিলডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ হেলাল উদ্দীন, মেরিন ফিশারিজ কর্মকর্তা বিপুল কুমার দাস, এসডিএফ ক্লাস্টার কর্মকর্তা, মোঃ রেজাউল ইসলামসহ ক্লাস্টারের সকল ষ্টাফ, মৎস্যজীবী গ্রাম সমিতির সদস্যবৃন্দ। এ সময় জেলেদের মধ্যে ২টি মডেল মৎস্যজীবী গ্রাম সমিতিতে ১১৫ টি লাইফ জ্যাকেট ৭০ টি লাইফ বয়া ও ৭৫ টি টর্চ লাইট বিতরন করা হয়।
উল্লেখ্য যে, এসসিএমএফপি প্রকল্পের মৎস্যসম্পদ উন্নয়ন সুরক্ষা ও জেলেদের জীবনমানের উন্নয়নে দেশের ৪৫টি উপকূলীয় উপজেলায় ৪৫০টি গ্রামে বিশ্ব ব্যাংকের অর্থায়নে একযোগে কাজ করে যাচ্ছে।
Leave a Reply