1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৩:১৭ অপরাহ্ন

বাগেরহাটে ঢিলেঢালা অবরোধ, ঝটিকা মিছিল, গ্রেফতার ২৫

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ৫৩ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি::বিএনপি-জামায়াতের ডাকা ৩ দিনের অবরোধের প্রথম দিন ঢিলেঢালা ভাবে পালিত হয়েছে। অবরোধে বাগেরহাটে ও মোংলা বন্দরে তেমন প্রভাব পড়েনি। বন্দর মংলা বন্দরে পণ্য বোঝাই ও খালাস কাজ স্বাভাবিক রয়েছে। মংলা ইপিজেড ও শিল্পাঞ্চলে উৎপাদন স্বাভবিক গতিতে চলছে। তবে মঙ্গলবার সকালে বাগেরহাট-খুলনা মহাসড়কে ষাটগম্বুজ ইউনিয়নের ও কাটাখালি মোড় এলাকায় ঝটিকা মিছিল করেছে বিএনপি-জামায়াত। এসময় মহাসড়কে টায়ারে আগুন জ¦ালিয়ে অবরোধ পালন করে। অবরোধ চলাকালে পুলিশ বাগেরহাটের বিভিন্ন এলাকা থেকে বিএনপি-জামায়াতের ২৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। বিএনপি-জামায়াতের ৩ দিনের অবরোধের প্রথম দিনে জেলা সদর ও উপজেলা শহরগুলেতে রিকশা, ভ্যান ও অটোরিকশা চলছে স্বাভাবিক ভাবে। খোলা রয়েছে ব্যাংক-বীমা, অফিস-আদলত ও শিক্ষা প্রতিষ্ঠান। বাগেরহাট থেকে দুরপাল্লার কোনো পরিবহন ছেড়ে যায়নি। বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান জানান, যেকোনো ধরনের সহিংসতা ও নাশকতা এড়াতে জেলার প্রধান প্রধান সড়কসহ গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনী সতর্কাবস্থায় রয়েছে। নাশকতার অভিযোগে বাগেরহাটের বিভিন্ন এলাকা থেকে বিএনপি-জামায়াতের ২৫ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews