দাকোপ প্রতিনিধি::“পুলিশ-জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে দাকোপে কমিউনিটি পুলিশিং ডে- ২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দাকোপ থানার আয়োজনে শনিবার বেলা ১১ টায় থানা চত্ত¡র থেকে একটি র্যালী চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে থানার সম্মেলন কক্ষে থানা অফিসার ইনর্চাজ উজ্জ্বল দত্তের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার (সি সার্কেল) মোঃ মফিজুল ইসলাম। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ শেখ আবুল হোসেন, দাকোপ থানা তদন্ত ওসি শাহীনুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বিনয় কৃষ্ণ রায়। অন্যান্যে মধ্যে অতিথির বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান শেখ যুবরাজ, পঞ্চানন মন্ডল, মানস রায়, দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ্বাস, সাধারণ সম্পাদক জি এম রেজা, এসআই সুশান্ত পালসহ থানা পুলিশের বিভিন্ন কর্মকর্তা, সুধীূজন, জনপ্রতিনিধি ও সাংবাদিক বৃন্দ প্রমুখ।
Leave a Reply